
স্টাফ রিপোর্টার।
২৩ আগষ্ট রোজ শুক্রবার দুপুর আনুমানিক (৩) ঘটি কার সময় রাজৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড নরারকান্দি গ্রামে মোঃ ফারুক ব্যাপারীর মেয়ে ফাতেমা আক্তার ৪ বাড়ির পাশে বাগানে খেলা করছিল।একই গ্রামের মোঃ দবির ব্যাপারীর ছেলে মোঃ লিটন ব্যাপারী ২০ চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি পাশে একটি পরিত্যক্ত টিনশেডের ঘরে নিয়ে গিয়ে শিশুটিকে যৌন নির্যাতন করে। এক পর্যায়ে শিশুটি চিৎকার দিলে শিশুটিকে ছেড়ে দিয়ে লিটন ব্যাপারী ওখান থেকে চলে যায়। পরে শিশুটি কান্না করতে করতে শিশুটির মা কাছে খুলে বলে। তারপর ফাতেমার বাবাকে ফাতেমার মা বিস্তারিত জানালে ফাতেমার বাবা রাজৈর থানায় এসে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে রাজৈর থানা পুলিশ অভিযুক্ত আসামি লিটন ব্যাপারী কে আটক করে থানা হাজতে আটকিয়ে রাখে। এবিষয়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান বলেন ৪ বছরের একটি শিশু যৌন নির্যাতনের অভিযোগ পেয়ে রাজৈর থানার পুলিশ আটক করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০৩/১০ ধারায় মামলা নম্বর ২৮/২০২৫ তারিখ ২৪/২০২৫ আটক দেখিয়ে ২৫ আগষ্ট সকালে জেলা জেল হাজতে প্রেরণ করে হবে জানিনা ।