অন্যান্য

মাদারীপুর রাজৈর ইশিবপুর ইউনিয়নের চর মস্তফাপুর নদী ভাঙ্গনে ঝুঁকি পূর্ন ।

  প্রতিনিধি 15 August 2025 , 2:30:50 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার মাদারীপুর

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপর ইউনিয়নের চরমস্তফাপুর এলাকায় কুমার নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। কৃষকের সোনালি ধানের জমি, শস্যভরা গোলা এবং পরিচিত গ্রামগুলো একে একে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে । স্থানীয়রা এখন বাঁশের খুঁটি ও বালুর বস্তা দিয়ে নদীর ধারে ‘শেষ চেষ্টা’ চালাচ্ছেন।

উপজেলা প্রশাসনের তহবিল থেকে প্রায় ১৫০ মিটার জুড়ে বাঁশের বাঁধ নির্মাণ করা হয়েছে। তবে নদী থেমে নেই—এখনও প্রায় এক কিলোমিটার ভাঙনপ্রবণ এলাকা খোলা পড়ে আছে। ইশিবপুর মৌলিক কান্দি ও গাং কান্দি গ্রামের প্রায় ৪০০ পরিবার সরাসরি ভাঙনের হুমকিতে রয়েছে।

স্থানীয়রা জানান, টেকেরহাট-মস্তফাপুর-মল্লিক কান্দি-গাং কান্দি হয়ে শ্রীনদীতে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ পাকা সড়ক ভাঙনের সরাসরি পথে রয়েছে। নদী আরও এগোলে সড়ক ধ্বংস হতে পারে, যা ওই এলাকার সঙ্গে টেকেরহাট ও শ্রীনদীর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে।

ঘটনাস্থল পরিদর্শন করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক। তিনি বলেন, জরুরি ভিত্তিতে বাঁশ ও বালুর বস্তা দিয়ে প্রতিরোধ চলছে। স্থায়ী সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। নদীর পাড়ে বসবাস রত যেমন জবেদা বেগম,মিতু বেগম,বিথি বেগম,ও বিরাজ শিকদার এর বাড়ি অনেক ঝুঁকির মধ্যে রয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ মোল্লা বলেন, ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। ইউনিয়ন সহযোগিতা দিচ্ছে, তবে স্থায়ী বাঁধ ছাড়া রক্ষা সম্ভব নয়।
মেম্বার নুরুল আমিন জানান আমাদের গ্রাম থেকে বহু ঘরবাড়ি ও জমি নদীতে হারিয়েছে। সাময়িক বাঁধ একদিন ভেঙে যাবে, স্থায়ী বাঁধ ছাড়া রক্ষা নেই। এসময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার নাহিদ ইমরান নাসির,৯ নম্বর ওয়ার্ডের মেম্বার টিটন এলাকার মাতুবব জবেদ চোকদার ও অত্র এলাকার সাধারণ মানুষ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ