প্রতিনিধি 26 June 2025 , 11:11:46 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার ।
২৬ জুন রোজ বৃহস্পতিবার সকাল ১১-৩০ মিনিটের সময় রাজৈর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ফল মেলার শুভ উদ্বোধন করে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক উক্ত ফল মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাদারীপুর ডাঃ সন্তোষ চন্দ্র চন্দ্র, রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক, উপজেলা কৃষি অফিসার শাশ্বতী ছন্ধ্যা দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল, উপজেলা বি আর ডিবি কর্মকর্তা সাগর সাহা , বদর পাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক হাওলাদার, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিদ্বয় বক্তব্যে বলেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সার বীজ বিভিন্ন রকমের গাছের চারা বিভিন্ন মৌসুমে বিতরণ করে থাকে এই সমস্ত চারা রোপন করে ভুক্তভোগীরা ফলের চাহিদা মেটাতে পারে,বনজ গাছ লাগিয়ে ১০ বছর পর বিক্রয় করে সংসারে চাহিদা মেটাতে পারে । বিভিন্ন জাতের ফলের গাছ লাগিয়ে কেমিক্যাল মুক্ত সুস্বাদু ফল আমরা পেতে পারি , শিশুদের বিভিন্ন ফলের চাহিদা মেটাতে পারি। তাই আমরা যেখানে একটু জায়গা আছে সেখানে আমরা ফলের গাছ লাগিয়ে ফলের চাহিদা মেটাতে চেষ্টা করবো।