প্রতিনিধি 15 July 2025 , 10:18:49 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার্স
১৪ জুলাই মাদারীপুর রাজৈর উপজেলা কবিরাজ পুর ইউনিয়নের প্রথম পক্ষের মুক্তা ইয়াসিন এর বাউন্ডারি ওয়াল জোর পূর্বক ক্ষমতা দেখিয়ে শালিশ অমান্য করে ইসমাইল শিকদার এর মেয়ে মুক্তা ইয়াসিন কবিরাজ পুর ইউনিয়নে শ্রীকৃষ্ণ দি গ্রামের বাড়ি সরকারি চাকরি করার সুবাদে তার পৈত্রিক ভিটায় কেউ থাকেনা মুখটা ইয়াসমিন চাকরির সুবাদে ঢাকায় থাকে ।
এই সুযোগে তার বাড়ির বাউন্ডারি ওয়াল সন্ত্রাসী কায়দায় ভেঙ্গে দেয় দ্বিতীয় পক্ষের লোকজন আজিজ শেখ এর ছেলে আবুল কালাম ও সোনা মিয়া গং তারা সবাই আওয়ামী লীগের পদধারী বলে জানা যায় বিগত ফ্যাসিস্ট সরকারের সাবেক নৌপরিবহন মন্ত্রী মাদারীপুর ২ আসনের সাবেক এমপি শাজাহান খান এবং আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লার ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো ।
বিভিন্ন আওয়ামী লীগের অনুষ্ঠানে মিছিল মিটিংয়ে ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায় যাহা সংরক্ষিত আছে । সরজমিনে গিয়ে দেখা যায় বহু বছরের পুরাতন পাকা বাউন্ডারি ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয় তাহার ভিডিও চিত্র ধারণ করা হয়েছে।
এলাকা বাসী সুত্রে জানা যায় ১৫/২০ বছর যাবত এই জায়গাটা নিয়ে বিরোধ চলছে। এও জানা যায় প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের কাছে কয়েকটি দাগে জায়গা বিক্রয় করে, কিন্তু বিক্রয়ের সময় কোন রকম অংশ কাতানো বা চৌহদ্দি করা দলিলে উল্লেখ নাই।
এই নিয়ে একাধিক বার গ্রাম্য শালিশ বসে কোন প্রতিকার হয় নাই। পরবর্তীতে রাজৈর থানার মাধ্যমে শালিশ দরবার হয় একপর্যায়ে আগামী ১৯ জুলাই রোজ শনিবার প্রশাসন এর উপস্থিতে আমিন এর মাধ্যমে জরিপ করে ব্যাবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়।
কিন্তু এই আদেশ অমান্য করে বিদেশী টাকা ছিটিয়ে এই সব ভুমি দুসদের ভাড়া করে বাউন্ডারি ওয়াল টি সন্ত্রাসী কায়দায় ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয়। এব্যাপারে প্রথম পক্ষ মুক্তা ইয়াসিন সাংবাদিক ও আইনের সহায়তা কামনা করে সুষ্ঠু বিচার দাবি করে ।
দ্বিতীয় পক্ষ টাকার প্রভাব খাটিয়ে নিম্ন লিখিত লোক জনকে ভাড়া করে। এই ঘটনার সাথে জড়িত আবুল কালাম, সোনা মিয়া শ্রমিক লীগের বাটারী থানার সভাপতি ইব্রাহিম মোড়ল, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি দুঃস্ব আফজাল হোসেন, রেজাউল সর্দার, চাঁদাবাজ সাইফুল ইসলাম,রব মোল্লা, মনির হাওলাদার,ও টিপু মীর মোটা অর্থের বিনিময়ে বাউন্ডারি ভাঙ্গতে সহায়তা করে বলে অভিযোগ পাওয়া যায়।