প্রতিনিধি 23 July 2025 , 1:39:39 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার্স।
২৩ জুলাই রোজ বুধবার সকাল ১১ ঘটি কার সময় রাজৈর উপজেলা অডিটোরিয়ামে রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে ও রাজৈর একাডেমিক সুপারভাইজার ননী গোপাল এর সঞ্চালনায় পারফরমেন্স বেয়জ গ্রান্টিস ফর সেকেন্ডারী ইনস্টিটিউশনস PBGSI স্কিম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় এর সহযোগীতায় ও রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২০২২/ ২৩ অর্থবছরে এসএসসি এইচএসসি কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ দিয়ে সম্মাননা জানানো হয়। উক্ত সম্মাননা অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে কৃতি ছাত্র-ছাত্রীদের দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুজ্জামান, বিশেষ অতিথি মাদারীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহীদ হোসেন, রাজৈর উপজেলা সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ রায়, আরো বক্তব্য রাখেন রাজৈর উপজেলা দূপ রোধের সভাপতি ও ইত্তেফাক পত্রিকার সিনিয়র সাংবাদিক খন্দকার আব্দুল মতিন, মিশু আক্তার, কাওসার আলম কবিরাজ পুর কলেজ , আশরাফুল আলম, সরকারী রাজৈর ডিগ্রী কলেজের আহসানুল হক। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃতি ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। বক্তব্য শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ ,ক্রেস্ট , ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।