প্রতিনিধি 9 August 2025 , 9:56:58 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার।
মাদারীপুর জেলা রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান ১২/০৯/২০২৪ তারিখে রাজৈর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করে। যখন তিনি যোগদান করেছিলেন তার পর শুরু হলো গণঅভ্যর্থান।
গণঅভ্যুত্থানের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়। শুরু হয়ে যায় সরকারের বিভিন্ন দপ্তরের রদবদলের পালা। রাজৈর থানা ও সেই রদবদলের আওতায় আসে ।বিগত সরকারের আমলে সমস্ত পুলিশ থেকে শুরু করে এসআই, এ এসআই, ওসি তদন্ত সমস্ত জনবল পরিবর্তন হয়। সমস্ত পুলিশ ফোর্স নতুন যোগদান করায় অনেক হিমশিম খেতে হয় ,এলাকার রাস্তাঘাট, গ্রাম, এলাকার লোকজন
সবই ছিল অচেনা এমনকি গাড়ির ড্রাইভার পর্যন্ত পরিবর্তন হয় । অনেক কষ্ট করে পুলিশি দায়িত্ব পালন করতে হয়।
তিনি যোগদানের পর কিছু স্বার্থান্বেষী অসাধু ব্যক্তিরা তার নামে অভিযোগ করতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই এলাকার সর্বস্তরের জনগণ, সুশীল সমাজ, ও সাংবাদিক গন ওসি মোঃ মাসুদ খান এর পক্ষ নিয়ে মিছিল মানব বন্ধন করে । একজন সৎ ন্যায় নীতিবান ওসি এই থানায় প্রয়োজন বলে মনে করে, তাকে থানায় বহাল রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয় । তিনি থানায় কর্মরত অবস্থায় যোগদানের পর থেকে দুইবার মাদারীপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়। তিনি রাজৈর উপজেলা সাধারণ মানুষের কাছে যেমন শ্রেষ্ঠ ওসি, তেমনি মাদারীপুর জেলা পুলিশ সুপার মহোদয় ও উচ্চ পর্যায়ের অফিসার বৃন্দের কাছে তেমনি শ্রেষ্ঠ ওসি হিসেবে বিবেচিত হয়। রাজৈর উপজেলা বাসি গর্ভ করে বলে, রাজৈর থানার ওসি মোঃ মাসুদ খান একজন সৎ ন্যায় নিষ্ঠাবান নীতিবান আমরা তাকে পেয়ে গর্বিত ।
শ্রেষ্ঠ ওসি সফলতার বিষয়ে মোঃ মাসুদ খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন রাজৈর থানার সকল শ্রেণী পেশার মানুষ আমাকে যেমন ভালোবাসে আমি সার্বিকভাবে তাদের সহযোগিতা পাই এবং তাদের সহযোগিতায় আমি সফলতার সাথে কাজ করি আমি রাজৈর বাসির প্রতি কৃতজ্ঞ ।
আমি আরো কৃতজ্ঞতা জানাই আমার ঊর্ধ্বতন কর্মকর্তা মাদারীপুর জেলা পুলিশ সুপার মহোদয় কে আমাকে মাদারীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করার জন্য।