স্টাফ রিপোর্টার।
মাদারীপুরের রাজৈর থানা চত্ত্বর থেকে মাদক মামলার আসামী অনিমেষ ওরফে ঘনি গাইন (৩২) পালিয়ে গেছে।
১১ ই আগষ্ট রোজ সোমবার সকাল ১১-৩০ মিনিটের সময় আদালতে নেওয়ার জন্য গাড়ীতে তোলার সময় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে দুই পুলিশ কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামীকে ধরতে রাজৈর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার কদমবাড়ী মধ্যপাড়ার ক্ষিতিশ চন্দ্র গাইনের ছেলে অনিমেষ ওরফে গণি গাইনসহ মোট ৪ জনকে রবিবার রাতে বিভিন্ন অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সোমবার দুপুর ১২ টার দিকে মাদারীপুর আদালতে প্রেরনের জন্য গাড়ীতে তোলার সময় অনিমেষ ওরফে ঘনি গাইন এক কনস্টেবলকে ধাক্কা দিয়ে হ্যান্ডকাপের ভিতর থেকে হাত বের করে দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আসামী কে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কনস্টেবল আহসান হাবিব ও সাদ্দাম হোসেন নামে রাজৈর থানার দুই পুলিশকে লাইনে ক্লোজ করা হয়েছে।
রাজৈর থানা জানা যায়, অনিমেষ ওরফে ঘনি গাইন কদমবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি অপূর্ব গাইনের ভাই। তার বিরুদ্ধে চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে রাজৈর-শিবচর সার্কেল সিনিয়র এএসপি সালাউদ্দিন কাদের জানান, পালিয়ে যাওয়া আসামীকে ধবতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
মাদারীপুর পুলিশ সুপার মোঃ নাঈমুল হাছান জানান, এ ঘটনায় রাজৈর থানার দুই কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।