অন্যান্য

মাদারীপুর রাজৈর নড়ার কান্দি গ্রামে আদালতের আদেশ অমান্য জমি জবরদখল।

  প্রতিনিধি 25 July 2025 , 3:13:46 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার্স

২৫ জুলাই রোজ শুক্রবার রাজৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড নড়ার কান্দি গ্রামে বাদি নাছের ব্যাপারী পিতা শেহের আলি ব্যাপারী গ্রাম নরার কান্দি ৯ নং ওয়ার্ড রাজৈর মাদারীপুর। দীর্ঘ দিন যাবৎ এই জমি নিয়ে বিবাদী ঐ এলাকার পাশের বাড়ির ১/ মোঃ আতাউর ব্যাপারী পিতা আছির উদ্দিন বেপারী ২/মোছাঃ জুলেখা বেগম স্বামী আউয়াল বেপারী উভয় গ্রাম নড়ার কান্দি শাফিয়া শরীফ থানা রাজৈর জেলা মাদারীপুর। ৭৬ নম্বর হোগলা মোজা ২৬৫০ নম্বর খতিয়ানের ৬৯৭ ও ৬৯৮ দাগের ৫৭ শতাংশ জমি মধ্যে ৯.৪৩ শতাংশ ২১৯৯ খতিয়ানের ৭৮৪ নম্বর দাগের ও অন্যান্য দাগ সহ ৩৩ শতাংশ ভূমির মধ্যে ৯.৪৩ শতাংশ ভূমি আমার ভোগ দখল করিতে ছিলাম। দীর্ঘ বিবাদটি অমীমাংসিত থাকাই আইন কে শ্রদ্ধা করে আমি দেওয়ানী মোকদ্দমায় বিজ্ঞ আদালতের শরণাপন্ন হই আদালতে দেওয়ানি মামলা রুজু করি । যাহার কেচ নাম্বার ১৫৩ /২০২৫
এমতাবস্থায় বিবাদীগণ জোরপূর্বক আমার জায়গা জবরদখল করতে আসলে এবং বাউন্ডারি দিতে গেলে আমি মোকদ্দমায় ১৪৪ ধারার আবেদন করি, বিজ্ঞ আদালত বিবেচনা করে আমার আবেদন মঞ্জুর করে। বিজ্ঞ আদালত সমস্ত কাজ বন্ধ করার লিখিত আদেশ প্রদান করে । কিন্তু বিবাদি গণ আদালতের আদেশ অমান্য করে উক্ত জমির উপরে জবরদখল করে বাউন্ডারি, এবং টিনের ঘর উঠাতে থাকে। আমি ততক্ষণাত আইনকে শ্রদ্ধা করে রাজৈর থানার শরণাপন্ন হয় রাজৈর থানার এসআই নজরুল ইসলাম সরেজমিনে এসে কাজ বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করে চলে যায়। থানার অফিসার চলে যাওয়ার পরে আবার কাজ শুরু করে। যাহার ভিডিও ফুটেজ ধারণ করা আছে। এ বিষয়ে বিজ্ঞ আদালতের কাছে আইন কে শ্রদ্ধা করে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ