প্রতিনিধি 17 July 2025 , 11:07:15 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার্স।
১৭ জুলাই বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী আবদুল হক মাতুব্বর এর পুকুর থেকে লামিয়া আক্তার ১৫ এর ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে রাজৈর থানা পুলিশ।
নিহত লামিয়া আক্তার ওই গ্রামের মিজানুর মোল্লার মেয়ে এবং পার্শ্ববর্তী নয়াকান্দি আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে একটি ফোন পেয়ে লামিয়া কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয় পাট কাটার শ্রমিকরা পুকুর পাড়ে লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
লামিয়ার মা রেভেবা বেগম ও দাদা সানু মোল্লা জানান, লামিয়া প্রায়ই মোবাইলে একটি ছেলের সাথে কথা বলতো। ঘটনার দিন বিকেলেও একটি ফোন পেয়ে সে বাড়ি থেকে বের হয়। আশেপাশে আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ খবর নিয়ে কোথাও পাওয়া যায় নি, পরের দিন সকালে এলাকার লোকজন মাঠে পাট কাটার উদ্দেশে যাওয়ার সময় পুকুরে লাশ ভাসতে দেখতে পায়। উদ্ধার এর সময় গলায় ওড়না প্যাঁচানো ছিল বলেও জানা যায়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ খান জানান, “নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”