প্রতিনিধি 28 July 2025 , 1:36:40 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার।
মাদারীপুর জেলা রাজৈর থানাধীন বাজিতপুুর ইউনিয়নের নয়ানগর গ্রামে গত ২/৩ দিন পূর্বে সেনা সদস্য প্রশান্ত বৈদ্য, পিতা-নকুল বৈদ্য, গ্রাম -নয়া নগর, গ্রামের বাসিন্দা এর বাড়ীর পাশে বাদ্যযন্ত্র বাজিয়ে উচ্চ স্বরে গান, না বাজানোর জন্য নিষেধ করলে,
১। বিভাষ ভক্ত, পিতা-কালিদাস ভক্ত, ২। রবিন ভক্ত, পিতা- শশী ভক্ত, ৩। পার্থ ভক্ত, পিতা-শান্তি ভক্ত, ৪। রাকেশ ভক্ত, ৫। অভিজিত ভক্ত, ৬। তুষার ভক্ত, ৮/১০
অজ্ঞাতনামা ব্যক্তির সাথে কথা কাটাকাটি গোলযোগের সৃষ্টি হয়। একপর্যায়ে লিখিত ব্যাক্তি গন আমার উপর হামলা করে হাতুড়ি ও লাঠিপেটা করে দুর্বৃত্ত ওখান থেকে চলে যায়।
লাঞ্চ কর্পোরাল প্রশান্ত বৈদ্য(৩৩)
৪৫ এম এল আর এস সাভার সেনানিবাস।
পিতা-নকুল বৈদ্য কে পিটিয়ে বামপায়ের হাঁটুর নীচে হাড়ভেঙ্গে যায় , এবং গুরুতর জখম করে। স্থানীয় এলাকাবাসী সেনা সদস্য প্রশান্ত বোদ্ধ কে উদ্ধার করে চিকিৎসা প্রদানের জন্য রাজৈর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সিএমএইচে রেফার্ড করে।
নকুল বৈদ্য মাদারীপুর সদর সেনা নিবাসে অভিযোগের প্রেক্ষিতে
*সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাসির (৬৭ ইবি)এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার* *কাইয়ুম(২২ইঞ্জিনিয়ার সংযুক্ত ৬৭ ইবি) রাজৈর আর্মি ক্যাম্প হতে অভিযান চালিয়ে আসামিদের আটক করে ১। মৃনাল কান্তি পিতা প্রিয় লাল*
*২। রামানুর পিতা মহেন্দ্র ৩। আশুতোষ পিতা জগেশ ৪। *সুব্রত পিতা সুবোধ ৫। সমর পিতা জয় চন্দ্র সবার বাড়ি বাজিতপুর ইউনিয়নের নয়ানগর। সেনা অভিযানের মাধ্যমে ৫ জন কে আটক করে মাদারীপুর সদর ক্যাম্পে আনা হয় । তারপর মাদারীপুর সদর থানার এসআই এনায়েতুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।