স্টাফ রিপোর্টার।
মাদারীপুর রাজৈর ইটালী প্রবাসী হালিম খান হত্যা মামলায় একরামুল বেপারীকে ব্যক্তিগত আক্রোশ ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
০১ জুলাই রোজ মঙ্গলবার বিকাল ৪-৩০ মিনিটের সময় রাজৈর উপজেলা কেন্দ্রীয় ঈদ গাহ ময়দানের সামনে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজেন্দ্র দী দ্বারাদিয়া গ্রামের কয়েক শত নারী-পুরুষ এতে মানববন্ধনে অংশ নেন।
তারা বলেন,একরামুল বেপারী একজন শান্তিপ্রিয়, সৎ ও গ্রামবাসীর শ্রদ্ধেয় মানুষ। তাকে এ হত্যা মামলায় আসামি করার পেছনে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র রয়েছে।
মানববন্ধনে একরামুলের স্ত্রী লাইজু বেগম বলেন, ‘আমরাও হালিম খান হত্যার ন্যায়বিচার চাই। তবে যারা নির্দোষ তারা যেন হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। যারা প্রকৃত অপরাধী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
একরামুলের চাচাতো ভাই নান্নু বেপারী বলেন, একরামুল কে সামাজিকভাবে হেও প্রতিপন্ন ও হয়রানি করার জন্যই এ হত্যা মামলায় আসামি করা হয়েছে। এছাড়াও প্রতিবাদ মূলক বক্তব্য রাখে ঐ এলাকার সামাজিক ব্যক্তিত্ব মোঃ রাকিব হোসেন ও জুয়েল।
রাজৈর থানার ওসি মোঃ মাসুদ খান মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, মামলাটির তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।