অন্যান্য

মাধবপুরে সন্ত্রাসী যুবলীগ নেতা অলিদ মিয়ার হুকুমে বেনু মেম্বারের অফিসে হামলা আহত – ৭

  প্রতিনিধি 16 November 2024 , 5:31:54 প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ৫ আগস্টের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামী যুবলীগ সন্ত্রাসী অলিদ মিয়ার হুকুমে ও তার সহোদর আব্দুল আজিজের (৭ নং জগদীশপুর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক) নেতৃত্বে ৪নং ওয়ার্ডের বতর্মান মেম্বার বেনু মিয়ার উপর হামলা করে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে ।শুক্রবার রাতে স্হানীয় জগদীশ পুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া গ্রামে এই হামলায় ৭ জন আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার দক্ষিন বেজুড়া গ্রামের আনছর আলীর পুত্র যুবলীগ নেতা অলিদ মিয়ার হুকুমে তার সহোদর আব্দুল আজিজ ১৫/২০ জন দুর্ধর্ষ লোক নিয়ে রাত ৮টার দিকে ৪নং ওয়াডে বেনু মিয়ার অফিসে অর্তকিত হামলা করে।
এতে মৃত কাঁচামনার ছেলে মো: বুরহান, মিয়া (৪৩),মৃত আদিল হোসেনের ছেলে মো: রমজান (৪৫),মৃত মুক্ত হোসেনের ছেলে মো: উম্মেদ মিয়া (৪৩),জুয়েল মিয়া (৩০), হেলাল (৩৫), মোবারক মিয়া (৪৫),শামিম মিয়া (৩৩) গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

এতে মো: বুরহান, মিয়া (৪০),মো: রমজান (৪২),মো: উম্মেদ মিয়া (৪৩),জুয়েল মিয়া (৩০), হেলাল (৩৫), মোবারক মিয়া (৪৫),শামিম মিয়া (৩৩) গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
পরে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, হামলার নেতৃত্বদানকারী অলিদ মিয়া মাধবপুর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগকে নেতৃত্ব দিয়ে ভাংচুর ও জ্বালাও পোড়াও মামলার পলাতক আসামী মামলা নং ৩০/৩৫১ ,পাবেল হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামী, বি এইচ এল কোম্পানির চাঁদাবাজি মামলার আসামি তার বিরুদ্ধে একাধিক মামলাসহ হত্যা মামলা বিচারাধীন রয়েছে।

এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। তবে হামলাকারী কাউকে পাওয়া যায়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সংবাদ লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ