অন্যান্য

মানিকগঞ্জে বালু ব্যবসার আধিপত্য বিস্তারে জসিম খানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

  প্রতিনিধি 28 May 2025 , 11:56:17 প্রিন্ট সংস্করণ

মাসুদ চৌধুরী সাঈদ, মানিকগঞ্জ:

মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটে বালু ব্যবসার আধিপত্য বিস্তারে পাটুরিয়া ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম খানকে কুপিয়েছে দুর্বৃত্তরা। ২৬ মে সোমবার সন্ধ্যায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় একদল দুর্বৃত্ত তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
আহত জসিম খান দাসকান্দি গ্রামের কুদ্দুস খানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পাটুরিয়া ঘাট এলাকায় বালু ও পরিবহন ব্যবসা করে আসছে।
জসিম খান জানান, শিবালয় উপজেলার উথুলী এলাকার শ্রাবন আহমেদ জসিম দীর্ঘদিন ধরে তাকে মোবাইলে হুমকি দিয়ে আসছে। ৫ লাখ টাকা চাঁদা দাবি করে বলেন, টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না। হামলার দিন সন্ধ্যায় জসিম খান তার বালু ব্যবসায়ি অংশীদারদের সঙ্গে আলোচনা করছিলেন। এমন সময় শ্রাবনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন মুখোশধারী দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সে হাসপাতালে ভর্তি আছেন। অভিযোগ করেছেন। একটু ভুল থাকায় সংশোধন চলছে। সংশোধন শেষে অভিযোগ আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ