সর্বশেষ

মানুষের আস্থা নষ্টকারী নেতা-কর্মীকে বহিষ্কার করা হবে: যশোরের তারেক রহমান

  প্রতিনিধি 29 January 2025 , 7:05:35 প্রিন্ট সংস্করণ

রিপন হোসেন সাজু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রাখতে চাচ্ছে। এই আস্থা যেসব নেতা-কর্মী নষ্ট করতে চাইবে তাকে বহিষ্কার করা হবে। এখানে আমাদের স্বার্থপর হতে হবে। গত ১৭ বছরে অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি। মানুষ এখন অনেক সচেতন। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের জন্য দলের প্রত্যেক নেতা-কর্মীকে মানুষের কাছে তা তুলে ধরতে হবে। তিনি বুধবার বিকেলে যশোরে অনুষ্ঠিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে। বিগত ১৫ বছরে পতিত স্বৈরাচার মেধাবীদের আলাদা গোত্রে ফেলে দেশকে মেধাহীন করেছে। তারা পেশীশক্তির মহড়া দিয়ে দেশকে পেছনের দিকে ঠেলে দিয়েছে। এ অবস্থায় জনগণের আস্থা অর্জন করতে না পারলে আগামীর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব না।
তারেক রহমান বলেন, প্রায় এক কোটি প্রবাসীকে ভোটে আনতে কাজ করছে বিএনপি। ভবিষ্যতে দল রাষ্ট্র ক্ষমতায় গেলে এই বিষয়ে আরো অনেক পরিকল্পনা নিয়ে কাজ করবে। দেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধিতে নতুন নতুন পরিকল্পনা নিয়ে বিএনপি কাজ করছে। দেশে বিরাজমান বাজার সিন্ডিকেট চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান তিনি। এর আগে সকাল সাড়ে ১০ টায় কর্মশালার উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে কর্মশালায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহপ্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবীবা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, দেলোয়ার হোসেন খোকন, মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ