প্রতিনিধি 10 December 2024 , 9:22:43 প্রিন্ট সংস্করণ
মহসিন রেজা
নওগাঁর মান্দায় ক্যান্সারে আক্রান্ত আব্দুর রাকিব (১৫) বাঁচতে চায়। সুস্থ জীবনে ফিরে বন্ধু- ও সহপাঠীদের সঙ্গে খেলতে চায়। ক্যান্সার আক্রান্ত আব্দুর রাকিব চেনা-অচেনা যাকে দেখে তার কাছে জানতে চায় কবে সে স্বাভাবিক জীবনে ফিরে স্কুলে যেতে পারবে। স্বাভাবিক জীবনে ফিরতে তার আকুতি শুনলে কেউই চোখের পানি ধরে রাখতে পারবে না। আব্দুর রাকিব মান্দা উপজেলার রামনগর গ্রামের হতদরিদ্র কৃষক দেলোয়ার হোসেনের ছেলে, স্থানীয় মাদ্রাসার আব্দুর রাকিব ছয় পাড়া কোরআনের হাফেজ ।
আব্দুর রাকিবের বাড়িতে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। তারা এক বোন ও দুই ভাই। সবার ছোট ভাই আব্দুর রাকিবের কান্না ও করুণ পরণতি দেখে তার অপর এক বোন ও বড় ভাই অঝোরে কেঁদে চলেছে। সেইসঙ্গে কাঁদছে তার দরিদ্র বাবা-মা। আব্দুর রাকিবের চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যে সহায়সম্বল শেষ করেছে। শুধুমাত্র বাড়িটি আছে।
আব্দুল রাকিবের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখিয়ে তার বাবা-মা আরও জানান, ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রাকিব । আর্থিক অনটনের কারণে তার চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসক জানিয়েছেন যথাযথ চিকিৎসা করা গেলে সুস্থ হয়ে উঠবে। তবে তার অনেক টাকার প্রয়োজন। সহায়সম্বল শেষ করে বিভিন্ন ব্যক্তি ও এনজিও প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে দেনার দায়ে জর্জরিত। এমতাবস্থায় ছেলের চিকিৎসা করানো অনিশ্চিত হয়ে পড়েছে। তারা ছেলের চিকিৎসা করানোর জন্য সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন। এসব কথা বলতে গিয়ে তারা কান্নায় ভেঙে পড়েন।
বিকাশ নাম্বার ০১৭৪০৪১৮৫৫০
DB/MN