অন্যান্য

মান্দায় নানার বাড়ি যাওয়া হলো না শিশু জান্নাতের

  প্রতিনিধি 17 June 2025 , 2:06:43 প্রিন্ট সংস্করণ

এনামুল হক মান্দা নওগাঁ

নওগাঁর মান্দায় চার্জারভ্যানে করে নানার বাড়ি যাচ্ছিল আড়াই বছরের শিশু আছিয়া আক্তার জান্নাত। কিন্তু পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ভ্যানটিকে ধাক্কা দিলে আছিয়া জান্নাত রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে পলাশবাড়ি-পাঁজরভাঙ্গা সড়কের কশব ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া আক্তার জান্নাত মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের উত্তর চকরামপুর গ্রামের আকাশ হোসেন প্রামানিকের মেয়ে।

এদিকে দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে পাঁজরভাঙ্গা বাজারের লোকজন চৌরাস্তার মোড়ে বেরিকেড দিয়ে সিএনজি চালিত অটোরিকশা ও তার চালক মিজানুর রহমানকে (৩৮) আটক করে। আটক মিজানুর রহমান রাজশাহীর মোহনপুর উপজেলার বেড়াবাড়িয়া খামারপাড়া গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে।

স্থানীয় বাসিন্দা আকবর হোসেন জানান, নিহত আছিয়া জান্নাত তার মা মৌসুমী আক্তারের সঙ্গে নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল। কশব ইউনিয়ন পরিষদ এলাকার কাছে আসতেই পেছন থেকে একটি দ্রুতগতির সিএনজি জান্নাতদের বহনকারী চার্জার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে জান্নাত ছিটকে পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘ঘটনার পর ঘাতক সিএনজিচালিত অটোরিকশা ও তার চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ