মহসিন রেজা
নওগাঁ জেলা
নওগাঁর মান্দায় কুসুম্বা ইউনিয়নের বড় পই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আফসার আলীর (৬০) নামে এক কৃষক কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় মিজানুর রহমান বাদি হয়ে মান্দা থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, বড়বেলালদহ গ্রামের মৃত মানিক উল্লাহ এর ছেলে রফিকুল ইসলাম, আফসার আলীর জমি নিজের বলে দাবি করেন। আফসার আলী বাধা দিলে কথা কাটাকাটি এক পর্যায়ে রফিকুল ইসলাম, পিতা-মৃত মানিকুল্লা, রফিকুল ইসলাম এর ছেলে আশরাফুল ইসলাম, রাশেদা বেগম, স্বামী রফিকুল ইসলাম, তাকে বাঁশের লাঠি, লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর একপর্যায়ে রফিকুল ইসলাম তার হাতে থাকা হাসুয়া দিয়ে আফছার আলী মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। মিজানুর রহমানের ডাক চিৎকারে তাকে উদ্ধার করতে আসলে, তাকেও মারধর করে।
স্থানীয় লোকজন এসে আফসার আলীকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনছুর রহমান বলেন, এজাহার ভক্ত তিন নাম্বার আসামি গ্রেফতার হয়েছে বাকিদের ধরতে অভিযান চলছে।