মহসিন রেজা
নওগাঁর মান্দায় ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর ২৪) প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ডিফেন্স এক্স-সোলজারস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের মান্দা নওগাঁর উদ্যোগে সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত) মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে ও ওয়ারেন্ট অফিসার আয়েন উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ আব্দুল লতিফ খান (অবসরপ্রাপ্ত)।
বিশেষ অতিথি ডাঃ ইকরামুল বারী টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান মান্দা, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল আউয়াল, মোঃ বেদারুল ইসলাম অধ্যক্ষ মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ,মান্দাসহ মান্দা উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরা হয়েছে।
DB/MN