আসাদুজ্জামান রিফাত নোয়াখালী সদর প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী মডেল স্কুলে ২০২৫ সেশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
মান্দারতলী মডেল স্কুলের প্রধান শিক্ষক জনাব মামুনুর রশিদ সভাপতিত্বে সহকারী শিক্ষক জনাব নোমান সিদ্দিককের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুল্লাহ মাস্টার।
বিশেষ অতিথি ছিলেন চর শুল্লুকিয়া খাসের হাট দাখিল মাদ্রাসার অধ্যক্ষ,ডা. সাইফুল ইসলাম আলী ।
এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং ক্রীড়া প্রতিযোগিতার সফল আয়োজনের প্রশংসা করেন। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মো. ইউসুফ, যিনি শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
এই সুন্দর আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচেতনা, প্রতিযোগিতামূলক মনোভাব ও দলগত কাজের মানসিকতা বিকাশ লাভ করেছে। আমরা ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষ, শিক্ষকমণ্ডলী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের, যাঁরা এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন।