অন্যান্য

মারপিটের মামলায় কুড়িগ্রামে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  প্রতিনিধি 25 October 2024 , 6:42:24 প্রিন্ট সংস্করণ

আনোয়ার সাঈদ তিতু,

     কুড়িগ্রাম

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদলের সভাপতিকে মারপিটের মামলায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সানিকে (২৪) গ্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে সাজ্জাদ হোসেনকে কোর্টে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ৫ আগস্ট সাজ্জাদ হোসেন সানিসহ (২৪) কয়েকজন যুবক রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে উপজেলা ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেনকে আটকের পর মারপিট করে গুরুতর আহত করে। ওই ঘটনায় সাদ্দাম হোসেন গতকাল বৃহস্পতিবার বাদী হয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সাজ্জাদ হোসেন সানিকে গ্রেপ্তার করে।

সাজ্জাদ হোসেন সানি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ খামার গ্রামের আব্দুল আজিজের ছেলে ও ওই ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, মারপিটের এক মামলায় সাজ্জাদ হোসেন সানিকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ