অন্যান্য

মার্কিনপন্থী লেবাননের নতুন প্রেসিডেন্টকে ‘উপযুক্ত নেতা’ বললেন বাইডেন

  প্রতিনিধি 10 January 2025 , 2:37:28 প্রিন্ট সংস্করণ

 

নিউজ ডেস্ক

 

 

 

যুক্তরাষ্ট্র সমর্থিত লেবাননের সেনাপ্রধান জোসেফ আউন দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পার্লামেন্টের দুই দফা ভোটাভুটির পর তাকে জয়ী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ১২৮ আসনের পার্লামেন্ট থেকে ৯৯ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন আউন।এরইমধ্যে জোসেফ আউনকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য সেনাপ্রধান হলেন ’উপযুক্ত নেতা।’বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট আউনের প্রতি আমার আস্থা আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জোসেফ আউনই এই সময়ের জন্য লেবাননের উপযুক্ত নেতা।’ তিনি আরও বলেন, ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি তত্ত্বাবধানে আউন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

 

এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আউনের নির্বাচনকে ’একটি ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন।২০২২ সালের অক্টোবরে মিশেল আউনের মেয়াদ শেষ হওয়ার পর থেকে ভূমধ্যসাগরীয় দেশটিতে কোনো প্রেসিডেন্ট ছিল না। হিজবুল্লাহর আন্দোলন ও বিরোধীদের মধ্যে উত্তেজনার ফলে আগের এক ডজন ভোট ভেস্তে গেছে।

 

এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ওয়াশিংটন ও রিয়াদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জোসেফ আউনের। নির্বাচনেও তার পক্ষে সমর্থন আদায়ের জন্য সৌদি আরব ও যুক্তরাষ্ট্র জোরালো প্রচেষ্টা চালিয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ