অন্যান্য

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশা মস্কোর

  প্রতিনিধি 19 February 2025 , 3:43:06 প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক

 

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে মস্কো দাবি করেছে, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা তাদের জন্য একেবারেই অগ্রহণযোগ্য এবং এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

 

 

বৈঠকে রাশিয়া আশা প্রকাশ করেছে, যুদ্ধের কারণে আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো শিথিল হতে পারে। এর পাশাপাশি, দুপক্ষ পরবর্তী সময়ে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তই যথেষ্ট নয়, তাদের ন্যাটোকে ২০০৮ সালের বুখারেস্ট প্রতিশ্রুতি পরিত্যাগ করতে হবে।

 

 

বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, দুই দেশের কূটনৈতিক মিশন পুনর্বহাল এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে সম্মত হয়েছে দুই পক্ষ।

 

 

এই বৈঠকের পর মস্কো কিছু অগ্রগতি আশা করছে, যা আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দৃশ্যমান হতে পারে বলে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে মস্কোর অর্থনৈতিক আলোচনার দায়িত্বে থাকা কিরিল দিমিত্রিয়েভ। সূত্র : রয়টার্স, এপি

Author

আরও খবর

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

শ্রীপুরে পুলিশের হেনেস্তার শিকার ব্যবসায়ী,

সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

বিএনপির বর্ধিত সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মনিরামপুর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু

কুষ্টিয়ার কুমারখালীতে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন! 

কুড়িগ্রামে এক নারী প্রতারককে পুলিশে দিল এলাকাবাসী

                   

জনপ্রিয় সংবাদ