অন্যান্য

মার্কিন যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার নাম পরিবর্তন করে ‘মেক্সিকান আমেরিকা’ রাখার পরামর্শ দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম।

  প্রতিনিধি 9 January 2025 , 1:12:33 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার মন্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার (৮ জানুয়ারি) অঞ্চলটির প্রারম্ভিক মানচিত্রে ব্যবহৃত ঐতিহাসিক নাম (মেক্সিকান আমেরিকা) রাখার পরামর্শ দেন ক্লদিয়া। খবর রয়টার্সের।বুধবার এক সংবাদ সম্মেলনে, ১৬০৭ সালের মানচিত্রের দিকে ইঙ্গিত করে মেক্সিকোর প্রেসিডেন্ট মজার ছলে বলেন, ‘মেক্সিকান আমেরিকা, এটা চমৎকার শোনাচ্ছে।’

সংবাদ সম্মেলনে, রাজনীতিবিদ এবং সাবেক সাংস্কৃতিক সচিব জোসে আলফোনসো সুয়ারেজ ডেল রিয়াল যা বলেছিলেন তা পুনর্ব্যক্ত করেন ক্লদিয়া।ওই কর্মকর্তা ব্যাখ্যা করেন যে, আমস্টারডামে অবস্থিত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য কমিশন করা ইউরোপীয় মানচিত্রে ১৬০৭ সালে অঞ্চলটির নাম ছিল আমেরিকা মেক্সিকানা।

তিনি আরও জানান, আমেরিকা মেক্সিকানা নামটি স্প্যানিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের সময় তৈরি করা মেক্সিকোর অ্যাপাতজিংগানের সংবিধানেও উল্লেখ করা হয়েছে।

সেই প্রসঙ্গ টেনেই ক্লদিয়া শেনবাউম বলেন, ‘১৬০৭ সাল থেকে অ্যাপাতজিংগানের সংবিধান আমেরিকা মেক্সিকানা ছিল। তাই আসুন এটিকে (যুক্তরাষ্ট্রকে) আমেরিকা মেক্সিকানা বলি।’মেক্সিকো মাদক কারবারিদের দ্বারা পরিচালিত হয়- ট্রাম্পের এমন মন্তব্যও প্রত্যাখ্যান করেছেন তিনি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ