অন্যান্য

মিথ্যা অপপ্রচার ও অবান্তর অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি 2 September 2025 , 4:51:21 প্রিন্ট সংস্করণ

মোঃ কাউছার আহমেদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় অপপ্রচার ও অবান্তর অভিযোগ তুলে মানহানি করার করার অভিযোগ তুলে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সোহেল রানা ও রাফির পরিবার।
২ সেপ্টেম্বর সোমবার দুপুরে ভুক্তভোগীদের নিজ বাড়ি বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে সোহেল রানা ও রাফি জানান, তাহার পিতা আব্দুল বাছির মেম্বার ৪ ছেলে ২ মেয়ের সংসার ছিলো। বিগত দিনে তাদের পরিবার পরিচালনায় সোহেল রানা ও রাফির ত্যাগ স্বীকার করার কারনে মা বাবা সন্তুষ্ট হয়ে পরিবার ও আত্মীয় স্বজনদের অবগত করে দুই ভাইকে ২০২২ সালের নভেম্বর মাসে ২২ তারিখে ১১ শতাংশ জায়গা হেবা দলিল করে অতিরিক্ত প্রদান করে। এছাড়া বাকি সম্পত্তি সব ভাই বোন হিস্যা অনুযায়ী সমান বন্টন পায়।
এই অতিরিক্ত ১১ শতাংশ জায়গাকে কেন্দ্র তাদের এক ভাই  মোখসেদুল করীম বিভিন্ন মানুষের প্রলোচনায় পরে মিথ্যার আশ্রয় নিয়ে অবান্তর অভিযোগ তুলে পারিবারিক মর্যাদা ক্ষুন্ন করা সহ বিভিন্ন ভাবে হয়রানি করে যাচ্ছে বলে তারা জানান।
তারা আরো জানান, সোহেল রানা বিগত ৬ মাস পূর্বে সড়ক দুর্ঘটনায় স্ব পরিবারে আহত হয়ে সম্পূর্ণ শয্যাশায়ী রয়েছে। অপরদিকে রাফি নরসিংদীতে কর্মরত থাকলেও তারা প্রতিনিধি তাদের মারধর করে, জোরপূর্বক বিভিন্ন অন্যায় অপরাধ করার অভিযোগ তুলে মানহানি করছে বলে জানান।
সোহেল রানা, রাফির বোন শামসুন্নাহার বেগম জানান, আমার বাবা আমাদের ভাইবোন, আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে ২০২২ সালে ১১ শতাংশ জায়গা দুই ভাইকে অতিরিক্ত দিয়েছে। তখন কেউ কিছু বলেনি। এখন কিছু মানুষের কুপরামর্শ এমন কাজ করছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। যার কারনে আমাদের পারিবারিক সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ