অন্যান্য

মিথ্যা মামলা প্রত্যাহারে থানা ঘেরাও এর হুমকি

  প্রতিনিধি 4 November 2024 , 1:38:55 প্রিন্ট সংস্করণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা নগরকান্দার গণ মানুষের নেত্রী ও বিএনপির কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (বর্তমানে পদ স্থগিত)শামা ওবায়েদ ইসলাম রিংকুর নামে দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহার না করলে  থানা ঘেরাও করার ঘোষণা দিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতারা।

উল্লেখ্য গত ২১ আগস্ট নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে কবির ভুঁইয়া (৬৫) নামে এক কৃষকদল নেতা নিহত হন। এই হত্যা মামলায় শামা ওবায়েদ ইসলাম রিংকুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে

রবিবার (৩ নভেম্বর) বিকেলে শামা ওবায়েদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গৌড়দিয়া বাজার আটঘর ইউনিয়ন বিএনপি ও যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

আটঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব খানের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদুর রহমান, সাধারণ সম্পাদক আলী মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক রাশেদ মৃধা, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর খান, উপজেলা যুবদল নেতা শাফিকুল ইসলাম, সাইফুল খান, শহিদুল ইসলাম, মানোয়ার হোসেন, কালাম মাতুব্বর, আমির হামজা, আনিছুর রহমান, ছাত্রদল নেতা মাসুদ, হাসিবুল প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ঘটনার দিন আমাদের প্রিয় নেত্রী শামা ওবায়েদ এলাকায় ছিলেন না। তারপরও নগরকান্দা-সালথা বিএনপিকে দূর্বল করার অংশ হিসেবে তার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে তার নামে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করুন। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এ মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে নগরকান্দা থানা ঘেরাও করা হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ