সারাদেশ

মিয়ানমারের পাচারকালে টেকনাফে ৭৪২বস্তা ইউরিয়া সারসহ আটক ১১

  প্রতিনিধি 8 May 2025 , 7:02:37 প্রিন্ট সংস্করণ

জামাল উদ্দীন,(কক্সবাজার) জেলা প্রতিনিধি:

বঙ্গোপসাগর দিয়ে চোরাইপথে মিয়ানমারে পাচারকালে বৃহস্পতিবার (৮ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

সীমান্ত উপজেলা টেকনাফের কোস্টগার্ড জওয়ানেরা ৭৪২বস্তা ইউরিয়া সার বোঝাই কাঠের বোট নিয়ে রোহিঙ্গাসহ ১১জন মাঝি-মাল্লাকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।

সুত্র জানায়,গত ৭মে ২০২৫ইং ভোররাত ৪টায় কোস্টগার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ হতে ৪নটিক্যাল মাইল দক্ষিণে একটি ইঞ্জিন চালিত সন্দেহজনক কাঠের বোট দেখতে পায়। সাগরে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় উক্ত এলাকায় বোট থাকা বেআইনি। কোস্টগার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী কর্তৃক বোটটিকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রæত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড জাহাজ ঘন্টাব্যাপি ধাওয়া করে বোটটিকে আটক করা হয় এবং বোটটিতে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৭৪২বস্তা ইউরিয়া সারসহ চট্টগ্রাম ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ১১জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ (বিএন) জানান, জব্দকৃত সার টেকনাফ কাস্টম্সে এবং আটককৃত পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত বোট টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ