প্রতিনিধি 28 November 2024 , 6:05:46 প্রিন্ট সংস্করণ
জামাল উদ্দীন :-
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ বরাবর মিয়ানমারের রাখাইনে কয়েক দিন পরে ফের বোমার বিস্ফোরণে কেঁপে উঠেছে সীমান্ত শহর টেকনাফ ও আশপাশের এলাকাগুলো।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮ টার পর থেকে বিস্ফোরণের শব্দ চলমান রয়েছে । নাফ নদের ওপারে টেকনাফ সীমান্তের পূর্বে টেকনাফ থেকে প্রায় ৩০ কিলোমিটার ও হ্নীলা থেকে ২০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে ভেসে আসছে বড় বড় বোমার বিকট আওয়াজ। এ বিস্ফোরণের ফলে ঘরবাড়ির দরজা জানালাগুলো থরথর করে কেঁপে ওঠে।
যার কারণে সীমান্ত পাড়ের বাসিন্দাদের মাঝে আবারো নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
এদিকে, টেকনাফ, পৌরসভা, হ্নীলা, জাদিমুড়া, দমদমিয়া, হোয়াইক্যং, খারাং খালী, নাইট্যংপাড়া, পৌরসভার জালিয়াপাড়া, নাজিরপাড়া, সাবরাং, শাহপরীর দ্বীপ, সীমান্ত থেকে ভেসে আসছে বিস্ফোরণের বড় বড় শব্দ। সীমান্তের লোকজন বলছে, কয়েক দিন বন্ধের পরে কোনো বড় ধরনের বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে টেকনাফ।
হ্নীলা এক সীমান্ত বাসিন্দারা মাদ্রাসার শিক্ষক কামাল হোসাইন জানান, মিয়ানমার সীমান্ত থেকে পরপর ভেসে আসছে বিকট শব্দ, হতে পারে মর্টারশেল কিংবা বড় বড় বোমার আওয়াজ।
দমদমিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আরমান জানান, মিয়ানমারের রাখাইনের অভ্যন্তরে দিয়ে গুলাগুলির শব্দ শুনে আসছি। তবে কিছু দিন বিরতির পর হঠাৎ করে রাত সাড়ে ৮ টার দিখে ৫-১০ মিনিট পরপর বড় বড় বিস্ফোরণের বিকট আওয়াজ পাওয়া যাচ্ছে। ফলে ঘরের দরজা জানালাগুলো থরথর করে কেঁপে উঠেছে।
এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে কোনো রোহিঙ্গা নাগরিক যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি ও কোস্ট গার্ড সদস্যরা সতর্ক অবস্থানে সীমান্তে কড়া পাহারায় রয়েছে।
জানতে চাইলে হ্নীলা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার পর থেকে মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণের বিকট বোমার শব্দ শোনা যাচ্ছে। আমার বাড়িও একদম সীমান্তের কাছে বাড়িঘর থর থর করে কেঁপে উঠছে, ছেলেমেয়েরা পড়ার টেবিল থেকে থমকে উঠলো, সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে