অন্যান্য

মিয়ানমার থেকে অবৈধ গরু আনছে শীর্ষ মাফিয়া

  প্রতিনিধি 21 February 2025 , 4:32:42 প্রিন্ট সংস্করণ

 প্রতিবেদক মো: আয়াজ উদদীন রানা

সীমান্ত দিয়ে আসছে প্রচুর বার্মিজ গরু, আর এ গরু সীমান্ত পার করতে কাজ করছে আন্তর্জাতিক মাফিয়াসহ দেশের শীর্ষ সন্ত্রাসীরা। প্রতিদিন গরু পাচার করতে শ্রমিক হিসাবে যারা কাজ করছে সবাই দেশের শীর্ষ সন্ত্রাসী হিসাবে চিহ্নিত বলে জানা গেছে। আর গরু পাচার করতে ব্যবহার করছে ভারী অস্ত্র।
কক্সবাজারের কচ্ছপিয়া ও গর্জনিয়া এলাকা ও সীমান্তবর্তী উপজেলার নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা অরক্ষিত থাকায় মিয়ানমার থেকে আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা দিয়ে প্রতিদিন প্রবেশ করছে শত শত গরু-মহিষ। দুই উপজেলায় এ পাচারচক্র গড়ে গত এক বছরে অঢেল টাকার মালিক হয়েছেন অনেকে। এ চক্র এতটাই শক্তিশালী যে, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও হামলা চালাতে পিছপা হয় না। এমনই এক ঘটনায় গত বছরের এপ্রিল মাসে ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি। ইতঃপূর্বে সীমান্তের ওপার থেকে প্রতিদিন গরু আসছে। সম্প্রতি ৫ আগস্টে সরকার পতন হলে রশিদ নগর এলাকা হয়ে সড়ক পথে বিভিন্ন উপায়ে অবৈধ গরু যাতায়াত করছে
জানা গেছে, সীমান্ত পয়েন্ট দিয়ে আনা গরু প্রথমে
। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ভালোবাসা, কম্বনিয়া, তুমব্রু, বাম হাতিরছড়া, ফুলতলী, চাকঢালা, লম্বাশিয়া, ভাল্লুকখাইয়া, দৌছড়ি, বাইশফাঁড়ি, আশারতলী, জামছড়ি এবং রামুর হাজিরপাড়া ও মৌলভীরকাটা দিয়েও চোরাই পথে মিয়ানমারের গরু আসছে। সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ এলাকার বিভিন্ন সন্ত্রাসী জড়িত আছে  নেতৃত্বে
স্থানীয়দের অভিযোগ, গরু পাছার করতে গিয়েই বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে৷ গত একমাসেই সীমান্ত এলাকায় মাইন্ড বিস্ফোরণে আহত হয়েছেন ৩ যুবক৷

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ