অন্যান্য

মিরপুরে অটোরিকশার দূর্ঘটনায় যুবকের মৃত্যু ।

  প্রতিনিধি 17 February 2025 , 7:54:40 প্রিন্ট সংস্করণ

 

কাজী আনোয়ার হোসেন (স্টাফ রিপোর্টার)ঃ-

রাজধানীর মিরপুর কালশী এলাকায় চলন্ত অটোরিকশা থেকে পড়ে জনি নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

 

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটার দিকে পল্লবী থানাধীন কালশী সাগুপ্তার বিপরীত পাশের রাস্তায় এই ঘটনাটিঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়েনয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 

 

 

নিহত জনি আলক ডেন্টাল ল্যাব নামে মিরপুর ১২ নম্বর সেক্টরে একটি ল্যাবরেটরিতে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। তারবাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট থানার খালেআলেমপুর গ্রামে। বর্তমানে মিরপুর ১২ নম্বর সেকশনের ১০ নম্বর রোডেরলালডেগ এলাকায় থাকতেন। ওই এলাকায় আলেক ডেন্টাল ল্যাব।

 

জানা যায়, রোববার কাজ না থাকায় দুজন চা পান করতে বের হয়েছিলেন তাদেরই এক বন্ধুর অটোরিকশায়। সাগুপ্তা এলাকায়চা পান করে ওই অটোরিকশায় করেই ফিরছিলেন। পথে পল্লবী নতুন থানার পাশের রাস্তায় চলন্ত রিকশা থেকে ঘাড় ঘুরিয়েপেছনে তাকানোর সময় রিকশা থেকে পড়ে যান জনি। এতে মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় একটিহাসপাতালে নেওয়া হয় তাকে। পরে সেখান থেকে নিউরোসায়েন্স হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলেপরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি দৈনিক চেতনায় বাংলাদেশকে

 

নিশ্চিত করে বলেন, মিরপুর থেকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।image0.jpeg

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ