অন্যান্য

মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে মসজিদের উদ্বোধন 

  প্রতিনিধি 28 February 2025 , 1:47:39 প্রিন্ট সংস্করণ

 

সাকিব চৌধুরী ক্রাইম রিপোর্টার চট্টগ্রাম 

 

মিরসরাইয়ে শ্রমিকদের দাবিতে জামে মসজিদ নির্মাণ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন।

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ২ নাম্বর জেটি এলাকায় জুমার নামাজের মাধ্যমে আল্লাহর দান নামক মসজিদের উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর, মায়ানী বিএনপির সদস্য সচিব মূসা মিয়া, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহেদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মো. কামাল হোসেন, মিরসরাই থানা সংগ্রাম পরিষদের আহবায়ক আশরাফ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, খৈইয়াছরা যুবদলের আহবায়ক জহির উদ্দিন সুমন, ইচাখালী যুবদলের সদস্য সচিব মঞ্জুর আলম।

 

প্রসঙ্গত, দীর্ঘদিন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শ্রমিকদের নামাজ পড়ার জন্য কোন জামে মসজিদ ছিলোনা। বিএনপি নেতাদের এমন প্রসংশনীয় উদ্যোগে শ্রমিকরা এখন অনেক খুঁশি।

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ