অন্যান্য

মিরসরাইয়ে আ’লীগ নেতার দখলে থাকা রিজার্ভ ফরেস্টের দেড় একর বনভূমি উদ্ধার

  প্রতিনিধি 9 October 2024 , 3:22:58 প্রিন্ট সংস্করণ

সাকিব চৌধুরী চট্টগ্রাম

মিরসরাইয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোনা মিয়ার দখলে থাকা দেড় একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। আজ মঙ্গলবার চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন মিরসরাই রেঞ্জের হিঙ্গুলী বন বিটের সীতাকুন্ড-রামগড় রিজার্ভ ফরেস্ট মৌজার হিঙ্গুলী এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সোনা মিয়া উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ জানান, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সোনা মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে রিজার্ভ ফরেস্টেও দেড় একর জায়গা দখল করে রেখেছিলেন। পাহাড়ের চারদিকে কাঁটা তার ও বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখেন এবং খুঁটি ও টিনের ছাউনী দিয়ে পাহাড়ের উপর লেবার শেড তৈরী করেন। মঙ্গলবার ঐ জায়গার চারদিকে কাঁটা তার ও বাঁশের বেড়া এবং খুঁটি ও টিনের ছাউনী দিয়ে তৈরি লেবার শেড ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে দখলমুক্ত করা হয়। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চারের পরামর্শ অনুযায়ী উদ্ধারকৃত জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে। উচ্ছেদ অভিযানে মিরসরাই রেঞ্জে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং হিঙ্গুলী বিটের অধীন এফসিভির সভাপতি ও সদস্যরা অংশগ্রহণ করেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ