অন্যান্য

মিরসরাইয়ে খৈইয়াছরা ঝর্ণায় ঘুরতে গিয়ে লাশ হলেন মাহাবুব হাসান আহত আরেক সহকর্মী

  প্রতিনিধি 28 September 2024 , 1:38:54 প্রিন্ট সংস্করণ

নুর নবী রাসেল.

মিরসরাই

মৃত্যুর কুপে পরিনত হয়েছে সবুজে খ্যাত খৈইয়াছরা ঝর্ণা। ঝর্ণায় ঘুরতে গিয়ে লাশ মাহাবুব হাসান (৩০) ২৭ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১২ টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় এই ঘটনায় গুরুতর আহত গাজী আহমেদ বিন শামস (৩৫) কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল পাঠিয়ে দেন মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রত্যক্ষদোষী, জে আর ফোরকান বহমান বাংলা কে জানান, ঢাকা যাত্রাবাড়ী থেকে খৈইয়াছরা ঝর্ণায় ঘুরতে আসে তখন ঝর্ণার উপর থেকে পাথর পড়ে মাহাবুব হাসান নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয় এই ঘটনায় ১ জন আহত হয়। নিহত মাহাবুব হাসানের বাড়ি যাত্রবাড়ী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। নিহত মাহাবুব হাসান যাত্রাবাড়ী ওয়ান ব্যাংকের হেড অফিস বিজনেস সার্পোট অফিসার পদে নিয়েজিত ছিলেন।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও মিরসরাই থানার পুলিশ গিয়ে নিহত মাহাবুব হাসানের লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ