প্রতিনিধি 6 July 2025 , 4:06:01 প্রিন্ট সংস্করণ
সাকিব চৌধুরী চট্টগ্রাম
শনিবার (৫ জুন) সকালে বারইয়ারহাট পৌরসভা ০২নং ওয়ার্ড এলাকায় শ্যামলী বাস কাউন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী বাসের উদ্দেশ্যে অপেক্ষামান থাকা অবস্থায় সন্দেহজন ০১জন লোককে আটক করেন এবং তার ডান হাতে থাকা ১টি লোহার লাল রংয়ের গাড়ীর জক লিভারের ভিতর হইতে ১৫০০(এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে ।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় তার নাম মোঃ রুবেল প্রঃ সাইফুল ইসলাম (৩৪), পিতা-ফরিদুল আলম, মাতা-মৃত দিল আরা বেগম, গ্রাম-জোয়ারীনালা (নতুন মোড়া পাড়া) ৮নং ওয়ার্ড, ৬নং জোয়ারীনালা ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার
তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।