অন্যান্য

মুক্ত সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা! সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফুঁসছে অভয়নগর প্রেস ক্লাব

  প্রতিনিধি 11 August 2025 , 12:31:08 প্রিন্ট সংস্করণ

অভয়নগর (যশোর):

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে অভয়নগরের সাংবাদিক সমাজ। খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভা করেছে অভয়নগর প্রেস ক্লাব। আজ সোমবার বিকেলে ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এই সভায় সাংবাদিকরা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং খুনিদের অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম মাসুমের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা যখন সমাজের অনিয়ম তুলে ধরেন, তখন তাদের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তুহিনের মতো একজন নিবেদিত সাংবাদিককে হত্যা করা মানে মুক্ত সাংবাদিকতার কণ্ঠরোধ করা। সাংবাদিকরা ঐক্যবদ্ধ আছেন এবং এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আলী আকবর সম্রাট, দৈনিক কল্যাণের কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক আবুল বাশার জীবন, ক্রীড়া সম্পাদক মফিজুর রহমান প্রমুখ। এ ছাড়া দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকার চেয়ারম্যান কে. এম. মোজাফ্ফার হুসাইনও সভায় উপস্থিত থেকে সাংবাদিকদের দাবির প্রতি সমর্থন জানান।
সাংবাদিকরা বলেন, তুহিন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে তা দেশের অন্যান্য সাংবাদিকের জন্যও হুমকি হয়ে দাঁড়াবে। তাই এই ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি। অভয়নগরের সাংবাদিক সমাজ এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
এই প্রতিবেদনটি পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে এবং খবরটির গুরুত্ব তুলে ধরবে। আপনার যদি আরও কোনো পরিবর্তন বা সংযোজন করার প্রয়োজন হয়, আমাকে জানাতে পারেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ