মুজিবনগর প্রতিনিধি :
গতকাল শুক্রবার দুপুর ২ টার সময় মুজিবনর উপজেলার বল্লভপুর গ্রামে বিওপি কমান্ডার হাবিলদার রফিকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে একজন আসামীসহ ১১ কেজি ভারতীয় গাজা আটক করে। ধৃত আসামী দীপক (২৬) পিতা উজ্জল, গ্রাম- আনন্দবাস,অভিযানে একজন আসামী পালিয়ে যায়। পলাতক আসামী হলো রাজু (৩২), পিতা পিন্টু, গ্রাম- আনন্দবাস,মুজিবনগর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ কেজি গাজাসহ আসামীকে মুজিবনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করে। রিপোর্ট লেখা পর্যন্ত আসামী মুজিবনগর থানায় আটক আছে, একটি মাদক মামলা দিয়ে জেল হাজতে প্রেরনের প্রস্তুতি চলছে বলে থানা কতৃপক্ষ জানান।