অন্যান্য

মুজিব কোটধারীরা যেন বিএনপির কমিটিতে না আসে—জামালগঞ্জে যুবদল নেতার হুঁশিয়ারি

  প্রতিনিধি 22 June 2025 , 12:39:38 প্রিন্ট সংস্করণ

তোফাজ্জল ইসলাম — সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির পুনর্গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে ইউনিয়ন পর্যায়ে কর্মী সমাবেশ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার (২১ জুন) জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষিপুর বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় কর্মী সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান। এতে আহ্বায়ক কমিটির সদস্যসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তব্যে আহ্বায়ক শফিকুর রহমান বলেন, ‘বিএনপি গড়তে হবে আদর্শের ভিত্তিতে। যারা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বা আঁতাত করেছিলেন, তাদের কোনো অবস্থাতেই ইউনিট কমিটিতে রাখা যাবে না।’

তিনি জানান, প্রতিটি ইউনিয়নে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হবে। নেতৃত্বে স্থান পাবে ত্যাগী, নিষ্ঠাবান ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতারা।

সমাবেশে বক্তব্য দেন জামালগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বশির আহমেদ তালুকদার। তিনি বলেন, ‘৪ আগস্টেও যারা মুজিব কোট পরে এলাকায় ঘুরে বেড়িয়েছে, তারাই এখন বিএনপির সামনে বসার চেষ্টা করছে। আমি উপজেলা বিএনপিকে আহ্বান জানাই, আপনারা কমিটি করুন, সমঝোতা করুন, কিন্তু কোনো মুজিব কোটধারী যেন কমিটিতে না আসে।’

তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি হচ্ছে ত্যাগ ও আদর্শের রাজনীতি। এখানে সুযোগসন্ধানীদের স্থান নেই।’

উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে ছিলেন আব্দুল মালিক, মাসুম মাহমুদ তালুকদার, আজাদ হোসেন বাবলু, জুলফিকার চৌধুরী রানা, শামসুজ্জামান ধন মিয়া, তৌফিক চৌধুরী, এডভোকেট শাহিন আলম, ফরিদ মিয়া তালুকদার, গোলাম রব্বানী আফেন্দি, সাজিব মাহমুদ তালুকদার, নুরে আলম ফরাজি, আলী আক্কাস মুরাদ, এমদাদ আফেন্দি, নবী হোসেন ও ইকবাল হাসান।

বক্তারা বলেন, দলকে সুসংগঠিত করতে আদর্শিক ও সক্রিয় কর্মীদের দিয়ে নেতৃত্ব গঠন জরুরি। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জামালগঞ্জ উপজেলা বিএনপিকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ