নিউজ ডেস্ক
গাজা থেকে অবিলম্বে ২,৫০০ শিশুকে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) এই দাবি জানান গুতেরেস। খবর রয়টার্সের।
গাজায় কর্মরত আমেরিকান চিকিৎসকদের সাথে দেখা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে গুতেরেস এই মন্তব্য করেন। মার্কিন চিকিৎসকরা জানান, আগামী কয়েক সপ্তাহে গাজার শিশুরা মৃত্যুর ঝুকিতে রয়েছে।
তিনি আরও বলেন, চিকিৎসার পর শিশুরা তাদের পরিবার এবং সম্প্রদায়ের কাছে ফিরে যেতে পারবে এমন নিশ্চয়তাও থাকতে হবে।ইসরাইল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে ১৫ মাসব্যাপী যুদ্ধের সময় চার চিকিৎসক গাজায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন। এই যুদ্ধ ২০ লক্ষেরও বেশি মানুষের উপত্যকা এবং এর স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
ক্যালিফোর্নিয়ার ট্রমা সার্জন ফিরোজ সিধওয়া বলেন, যাদের জরুরি চিকিৎসার প্রয়োজন তাদের মধ্যে এই শিশুরা রয়েছে। ফিরোজ গত বছরের ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত গাজায় কাজ করেছিলেন।
গুতেরেসের সাথে সাক্ষাতের পর সিধওয়া সাংবাদিকদের বলেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রায় ২,৫০০ শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। কেউ কেউ এখনই মারা যাচ্ছে। কেউ কেউ আগামীকাল মারা যাবে। কেউ কেউ পরের দিন মারা যাবে।’৩ বছর বয়সী এক শিশুর হাত পুড়ে যাওয়ার ঘটনা উল্লেখ করে সিধওয়া বলেন, বাচ্চাটির হাতের পোড়া অংশ সেরে গেছে, কিন্তু ক্ষতস্থানের টিস্যু ধীরে ধীরে রক্তপ্রবাহ বন্ধ করে দিচ্ছিল। সে অঙ্গচ্ছেদের ঝুঁকিতে রয়েছে বলেও জানান তিনি।স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আয়েশা খান নভেম্বরের শেষ থেকে ১ জানুয়ারী পর্যন্ত গাজায় কাজ করেছেন। তিনি অনেক শিশুর অঙ্গচ্ছেদের কথা বলেছেন, যাদের কোনও কৃত্রিম যন্ত্র বা পুনর্বাসন ব্যবস্থা নেই।