মোঃ শাহাদাৎ হোসেন
ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা পুরাপাড়া ইউনিয়ন৷ পুরাপাড়া বাজারে ইউনিয়নের মধ্যে মূল কেন্দ্রবিন্দু । এই বাজার থেকে চারটি সংযোগে বিভক্ত একটা হচ্ছে পুরাপাড়া থেকে নগরকান্দা সড়ক,পুরাপাড়া থেকে জয়বাংলা সড়ক, পুরাপাড়া থেকে গজারিয়া বিশ্বরোড সড়ক, পুরাপাড়া থেকে ফুলবাড়িয়া সড়ক এই চারটি গুরুত্বপূর্ণ সড়কের অবস্থা খুব বেহাল অবস্থা ।
পুরাপাড়া বাজারে প্রতি শুক্রবার ও প্রতি মঙ্গলবার হাট বসে যানবাহন যোগে পিয়াজ এবং পাট হাটে আনার খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে সাধারণ জনগণের ভোগান্তি সৃষ্টি হয় ।
রাস্তাটির অবস্থা এমনই হয়েছে যাহা যানবাহন চলাচল অসম্ভব হয়ে পড়েছে সাধারণ জনগণ গাড়িতে চলাফেরার জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে হয়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জনসাধারণ বলছে অতি সত্য রাস্তাটি পূর্ণ সংস্কারের জন্য জোর দাবি কামনা করছে ।