অন্যান্য

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, বিপর্যস্ত জনজীবন

  প্রতিনিধি 13 December 2024 , 7:14:50 প্রিন্ট সংস্করণ

 

শাহিনুর রহমান

 

 

ঋতু চক্রের শীতকালের দিনক্ষণ যতই এগিয়ে আসছে উত্তরের জেলা পঞ্চগড়ে ততই বাড়ছে শীতের তীব্রতা। এরই মধ্যে তাপমাত্রা নেমে এসেছে এক অঙ্কে। শুক্রবার এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। তাপমাত্রা অনুযায়ী শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ।প্রচণ্ড ঘন কুয়াশা ও উত্তরে হিমালয় থেকে আসা ঠাণ্ডা বাতাসে প্রান্তিক এ জেলার জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। স্থানীয়রা জানান, বর্তমানে দিনের বেশিরভাগ সময় ঘন কুয়াশায় ঢাকা থাকছে পথ ঘাট। দিনে অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও তাতে কাঙ্ক্ষিত উত্তাপ মিলছে না। রাতে বৃষ্টির মতো ঝরে কুয়াশা।সেই সঙ্গে উত্তরের ঠাণ্ডা বাতাসে হাড়কাঁপা শীত অনুভূত হয়। ঘন কুয়াশা থাকায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহনগুলো।

এদিকে শীতের তীব্রতা বাড়ায় দৈনিক আয় নির্ভর মানুষেরা বিপাকে পড়েছেন। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় কষ্টে রাত পাড় করছেন অনেকে।

 

কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এবার জেলায় ১ লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হলেও শীতবস্ত্র এসেছে ২ হাজার। শীতবস্ত্র কেনার জন্য টাকা বরাদ্দ এসেচে ১৫ লাখ। তবে তা এ জেলার বিরাট অঙ্কের দরিদ্র মানুষের তুলনায় খুবই কম বলে জানান স্থানীয়রা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ