চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত
বিএনপির সাংগাঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহিন শওকত বলেছেন, জনগণের মুখ বন্ধ করে, পায়ে শেঁকল পরিয়ে ভারতের দালালি করে মোদির সাথে কোলাকুলি করে তার কোলে বসে বাংলাদেশকে শাসন করতে চেয়েছিল শেখ হাসিনা। সেই হাসিনা বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে ঘর থেকে বের করেছিল। সেই হাসিনা ৪৫ মিনিট সময়ের মধ্যে দেশ থেকে পালিয়েছে ভারতে। সে তো পালিয়েছে, সেই সাথে তার ৩০০ এমপি, আমলা, পাতি নেতা, এমনকি বায়তুল মোকাররম মসজিদের খতিবসহ সবাই পালিয়েছে।
মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আড়গড়াহাট এলাকায় দাইপুকিরিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দাইপুকুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলন তিনি আরও বলেন, যে দল বাংলাদেশের মানুষকে ফেলে পালিয়ে যায়, আল্লাহ তার কপালে সেটাই লিখে রেখেছে।
অন্যদিকে, যে নেত্রীকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, জেলখানায় পাঠিয়েছিল সেই নেত্রীকে আল্লাহ আজকে সম্মানিত করেছে। আজকে সেনাবাহিনী সেনাকুঞ্জে ডেকে নিয়ে ও বাসায় গিয়ে সম্মান জানিয়েছেন বেগম খালেদা জিয়াকে। অথচ আপোসহীন নেত্রী খালেদা জিয়াকে ঘিরে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল আওয়ামী লীগ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য সচিব মুহা. হায়াতউদ্দৌলা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মবিনুর রহমান মিঞাসহ অন্যান্যরা। সম্মেলনে দাইপুকুরিয়া ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিব।