মৌলভীবাজার প্রতিনিধি
জেলা প্রশাসনের নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলায় এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনায় বিপুল অবৈধ বালু জব্দ করা হয়েছে।
সিন্দুরখান ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে সহকারী কমিশনার (ভূমি), শ্রীমঙ্গল নেতৃত্ব দেন, সঙ্গে ছিলেন সেনাবাহিনী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার ( ২৬ আগস্ট ) সকালে অভিযানে অইজারাকৃত বালু মহালে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। এ সময় নিরাপত্তা নিশ্চিতে সেনা সদস্যদের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও নদী তীর ধ্বংস করছে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন বলেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা আমাদের সকলের দায়িত্ব। মৌলভীবাজারে অবৈধভাবে বালু উত্তোলন কোনভাবেই সহ্য করা হবে না। প্রশাসন নিয়মিত নজরদারি করছে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।