অন্যান্য

মোহনপুরে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন মোবাইল কোটে ২৭০ পিছ চায়না জাল জব্দ ও ধ্বংস দুই হাজার টাকা জরামানা

  প্রতিনিধি 23 August 2025 , 5:53:00 প্রিন্ট সংস্করণ

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলায় কেশরহাট পৌরসভার বাকশৌল গ্রামে মৎস্য সম্পদ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। শনিবার ২৩( আগস্ট) দুপুর সাড়ে ১২টায়, এই অভিযান পরিচালনা করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন(সংশোধিত),১৯৫০ বাস্তবায়নের জন্য বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়,মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)আয়শা সিদ্দিকার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন মোহনপুর
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ,মোহনপুর থানার এএস আই রিপন আলীসহ সঙ্গীয় ফোর্স ও আনসার সদস্য এবং উপজেলার অন্যান্য কর্মকর্তারা,এ সময় উপজেলার বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পৌর:বাকশৌল গ্রামের -মৃত আজিম উদ্দিনে ছেলে মোঃ ওয়াসিম(৪০),এর বাড়ীতে ব্যবসায়ীর বিপুল পরিমাণ জাল মজুদ রয়েছে। অভিযানে প্রায় ২৭০ পিছ চায়না জাল জব্দ করে এবং নগদ ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন, জব্দকৃত জালগুলো উপজেলায় নিয়ে এসে তা জনসম্মুখে ধ্বংস করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “চায়না জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই জাল দিয়ে মাছ ধরার ফলে শুধু বড় মাছই নয়, মাছের পোনা, ডিম এবং অন্যান্য জলজ প্রাণীও ধ্বংস হয়। এর ফলে আমাদের মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি হচ্ছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও হুমকি।”
তিনি আরও জানান, মানুষের অতি লোভের কারণে নদী, খাল, বিলের জলজ সম্পদ আজ বিপন্ন। তাই এই বর্ষা মৌসুমে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ,জানান, “মৎস্য আইনের প্রতি শ্রদ্ধা রেখে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জেলেদের এসব অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। যারা অবৈধ জাল দিয়ে মাছ ধরবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ধরনের অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ