মো: ছাব্বির খান শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি
মৌলভীবাজার পুলিশ লাইন্সে কর্মরত এসআই (সশস্ত্র) জনাব আলমগীর হোসেন ভূঁইয়া আজ ০১ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:৪৫ মিনিটে মৌলভীবাজার জেলা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ দুপুরে তিনি শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওনার মৃত্যুতে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়
এদিকে, শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, সোমবার শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।