নওয়াপাড়ায় পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণ, শ্রমিকদের কর্মসংস্থানের দাবিতে গর্জে উঠলো জনতা
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের নওয়াপাড়ায় বিটিএমসি নিয়ন্ত্রিত বেঙ্গল টেক্সটাইল মিল দ্রুত চালুসহ বিভিন্ন দাবিতে জাতীয়তাবাদী শ্রমিকদলের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (গতকাল) বিকেল সাড়ে ৫টা থেকে যশোর-খুলনা মহাসড়কের বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ। বক্তারা মিল চালুর জোর দাবি জানান এবং শ্রমিকদের দুর্বিষহ জীবনের কথা তুলে ধরেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিকদল আঞ্চলিক কমিটির সভাপতি রবিউল হোসেন, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম বাঘা, বিএনপি নেতা শেখ আসাদুল্লাহ আসাদ, রাজু আহমেদ এবং স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মিলটি বন্ধ থাকায় হাজারো শ্রমিক পরিবার আজ মানবেতর জীবনযাপন করছে। অবিলম্বে মিল চালু করে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। তারা আরও বলেন, মিলের পুরনো যন্ত্রপাতি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা যাবে না। যন্ত্রগুলো যে যেখানে আছে, সেখানে সুরক্ষিত রাখতে হবে।
মানববন্ধনে মিল পুনরায় চালুর মাধ্যমে নওয়াপাড়ার অর্থনৈতিক চাকা সচল করার আহ্বান জানান বক্তারা।