অন্যান্য

যশোরের অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত

  প্রতিনিধি 10 December 2024 , 6:59:51 প্রিন্ট সংস্করণ

সজীব সরদার 

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রসাশনের আয়োজনে সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে র‌্যালী ও মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাশার। এসময় তিনজন নারীকে বিশেষ সম্মাণে ভূষিত করা হয়।
এদিকে একই দিন দুপুরে উপজেলা প্রসাশনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সভাপতি মুজিবর রহমানসহ অন্যন্যরা। এসময় পারিবারিক প্রতিবন্ধকতা পেরিয়ে স্বাবলম্বী ৩ জন নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়।

সংযুক্ত ছবি -১

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ