অন্যান্য

যশোরের অভয়নগরে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি

  প্রতিনিধি 27 November 2024 , 5:40:27 প্রিন্ট সংস্করণ

 

সজীব সরদার (যশোর)

 

হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও দুঃস্থ অসহায় উপকারভোগী মহিলাদের মধ্যে যশোরের অভয়নগরে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্টিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার মডেল স্কুল রোডে পল্লী দারিদ্র্য কল্যণ সংস্থার অফিস চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকার অর্থয়নে ও পল্লী দারিদ্র্য কল্যণ সংস্থার বাস্তবায়নে তিন মাস যাবত প্রশিক্ষণ শেষে ১৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

পল্লী দারিদ্র্য কল্যণ সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক রেহানা জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা কামরুজ্জামান মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন, সার্জিক্যাল ক্লিনিকের মেডিকেল অফিসার শাহরিয়ার হোসেন, তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ, পল্লী দারিদ্র্য কল্যণ সংস্থার ম্যানেজার তরুণ কুমার বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দীপ শেখা সংস্থার পরিচালক প্রকাশ চন্দ্র ধর।

 

 

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ