অন্যান্য

যশোরের প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন রওনক জাহান

  প্রতিনিধি 9 March 2025 , 3:08:54 প্রিন্ট সংস্করণ

রিপন হোসেন সাজু :যশোরে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রওনক জাহান।রোববার সকালে তিনি ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এর আগে, সড়ক পথে ঢাকা থেকে যশোর পৌঁছালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। গত ৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার এই নিয়োগের আদেশ দেওয়া হয়।
রওনক জাহান ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য প্রশংসিত হয়েছেন।
যশোরের ৫১তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর রওনক জাহান জেলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। তার দক্ষ নেতৃত্বে জেলা পুলিশের কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা হবে বলে স্থানীয়রা আশা করছেন। একই সঙ্গে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে সাধারণ মানুষ প্রত্যাশা করছেন।
উল্লেখ্য, এর আগে যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ গত ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দায়িত্ব হস্তান্তর করে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টারে যোগদান করেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী ভারপ্রাপ্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ