প্রতিনিধি 7 October 2024 , 5:29:22 প্রিন্ট সংস্করণ
যশোরের ৮ থানার ওসিকে একযোগে বদলির নির্দেশ এলো। ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে রোববার (৬ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলীর নির্দেশ দেয়া হয়েছে।
যশোর জেলা পুলিশ অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে, কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাককে ঢাকার এপিবিএন-এ বদলি করা হয়েছে। এছাড়া, বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্তকে এপিবিএন, অভয়নগরের ওসি এসএম আকিকুল ইসলামকে পিবিআই, মণিরামপুর থানার ওসি এবিএম মেহেদি মাসুদকে হাইওয়ে পুলিশ, শার্শার মনিরুজ্জামানকে টুরিস্ট পুলিশ, কেশবপুরের জহিরুল ইসলামকে সিআইডি, বাঘারপাড়ার ওসি রোকিবুজ্জামানকে হাইওয়ে পুলিশ ও চৌগাছার ইকবাল বাহার চৌধুরীকে এপিবিএন-এ বদলি করা হয়েছে।
এর আগে ঝিকরগাছার ওসি কামাল হোসেন ভূঁইয়াকে বদলি করা হয়।