মো: ইয়াছিন আলম / মাফিজুর রহমান
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যশোরেশ্বরী কালী মন্দিরে প্রতিমার মাথার মুকুট চুরির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১০ই অক্টোবর) দুপুর ২ঃ৩০ মিনিটের দিকে। মুকুটটি ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার হিসেবে নিজে উপস্থিত হয়ে প্রতিমার মাথায় এটি স্থাপন করেন।ঘটনার পর মন্দিরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ১জন কে সনাক্ত করা হয়েছে তবে তার পরিচয় জানা যায়নি।
মন্দিরের সেবায়েতে দ্বায়িত্ব থাকা রেখা মন্ডল জানান দুপুরে পুরোহিত চাবিগুলো তার কাছে দিয়ে বাড়িতে যান, আর তিনি প্রসাদের বাসন পরিস্কারে ব্যাস্ত থাকার সময় এই ঘটনা ঘটে।এ বিষয়ে শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান জানান আমরা ঘটনা জানার সাথেসাথে মন্দিরে এসে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছি। চোরের পরিচয় সনাক্ত করার কাজ চলছে। এবং পুরো বিষয়টি তদন্ত চলছে।