অন্যান্য

যশোরেশ্বরী মন্দির প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ 

  প্রতিনিধি 12 October 2024 , 6:45:42 প্রিন্ট সংস্করণ

মো: ইয়াছিন আলম :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালি মন্দিরের স্বর্ণের মুকুট চুরির ঘটনায় মন্দিরের চার সেবায়েতকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

 

তারা হলেন, ঈশ্বরীপুর গ্রামের সেবায়েত রেখা সরকার (৪৫), অপূর্ব কুমার সাহা (৪৬), সঞ্জয় বিশ্বাস (৩৭) ও শ্রীফলকাটি ক্নিনিক মোড় এলাকার পারুল বিশ্বাস। তারা চারজনই মন্দিরটির সেবায়েত।

 

এর আগে মুকুট চুরির ঘটনায় আজ শনিবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সাতক্ষীরার শ্যামনগর থানায় অভিযোগ করেন মন্দিরের তত্ত্বাবধায়ক জ্যোতি প্রকাশ চন্দ্র। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

 

সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, স্বর্ণের মুকুট চুরির ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে এক যুবককে মুকুটটি নিতে দেখা যায়। তবে তাকে এখনো শনাক্ত করা যায়নি। চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। সন্দেহজনক হওয়ায় চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

উল্লেখ্য, ২০২১ সালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসে এই মন্দিরে পূজা দেন। সে সময়ে স্বর্ণের মুকুটটি তিনি উপহার দিয়েছিলেন। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে সেটি চুরি করে এক যুবক।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ